
এমপিকে জড়িয়ে পোস্ট, যুবলীগের সেই বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা
নৌকার মনোনয়ন পেতে ‘১৫ লাখ টাকা লেনদেন’র অভিযোগ তুলে ফেসবুকে স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) জড়িয়ে স্ট্যাটাস দেওয়া চট্টগ্রামের বহিষ্কৃত যুবলীগ নেতা অ্যাডভোকেট কামাল উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুসেইন কবির।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকেএম তোফায়েল হাসান মামলাটি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
গত ৬ জানুয়ারি চট্টগ্রাম জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন ফেসবুকে লেখেন, ‘আমি মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট অ্যান্ড অ্যাডিশনাল পিপি, চট্টগ্রাম জজ কোর্ট ও সহ-আইন বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ। আসন্ন ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেবেন বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুসেইন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপির নাম দিয়ে আমার কাছ থেকে পনের লাখ টাকার চেক নিয়েছেন।’
‘কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাকে মনোনয়ন দেওয়া তো দূরে থাক, কেন্দ্রে আমার নামটি পর্যন্ত পাঠায়নি। এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই। অন্যথায় বিষয়টি নিয়ে আমি তৃণমূলের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার দ্বারস্থ হবো এবং ফৌজদারি মামলা করতে বাধ্য হবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ’—লেখেন কামাল উদ্দিন।
এই অভিযোগ তোলার কয়েকঘণ্টার মাথায় সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে কামাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি তাকে স্থায়ী বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর আবেদন করা হয়।
মামলার বাদী হুসেইন কবির জাগো নিউজকে বলেন, আমি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপির নামে মিথ্যা স্ট্যাটাস দিয়েছেন কামাল উদ্দিন নামে এক ব্যক্তি। মনোনয়নের টাকা নেওয়া তো দূরের কথা, গত পাঁচ বছরে তার সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি। মিথ্যা স্ট্যাটাসের মাধ্যমে মানহানি করায় মোসলেম উদ্দিনের সঙ্গে পরামর্শ করে আমি আদালতে মামলা করেছি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, অনলাইনে একটি চেকের ছবি ছড়িয়ে বিবাদী কামাল উদ্দিন আমার মক্কেলের মানহানি করেছেন। আদালত মামলার এজাহার শুনে পিবিআইকে তদন্তের আদেশ দিয়েছেন।
তথ্য সুত্রঃ জাগো নিউজ।