রিশাদের ৫ উইকেট, কোণঠাসা উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিনে বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন ও খালেদ আহমেদ। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার রিশাদ একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।


শুক্রবার (২৯ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলায় শুরুতে ব্যাট করতে নেমে ২৫৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ একাদশ। জবাবে ২৪ রান নিয়ে দিন শেষ করেছে বিসিবি একাদশ। লিড নিতে এখনও ২৩৩ রান করতে হবে নুরুল হাসানের দলকে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেলের ব্যাটে ভালো শুরু পায় ক্যারিবীয় একাদশ। দুজনের জুটিতে আসে ৬৭ রান। শাহাদাত হোসেনের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে নিয়ে বিদায়ের আগে ক্যাম্পবেলের ব্যাট থেকে আসে ৪৪ রান। অধিনায়ক ব্র্যাথওয়েট করেন ৮৫ রান।

বিসিবি একাদশের তরুণ বোলারদের তোপের মুখে পড়া ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৪০ রান আসে কাইল মায়ার্সের ব্যাট থেকে। এছাড়া বলার মতো রান আসে কেবল আলঝারি জোসেপের (২৫) ব্যাট থেকে।  

বল হাতে ৫ উইকেট তুলে নিতে লেগ স্পিনার রিশাদ হোসেন খরচ করেছেন ৭৫ রান। খালেদ আহমেদ ৪৬ রানে নিয়েছেন ৩ উইকেট। বাকি দুই উইকেট ভাগ করে নিয়েছেন শাহাদাৎ হোসেন এবং সাইফ হাসান।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানে অপরাজিত থাকেন সাইফ হাসান এবং সাদমান ইসলাম ব্যাট করছিলেন ৩ রানে।

;